QH Logo
বিসমিল্লাহির রাহমানির রাহীম
কুরআনে বর্ণিত দোয়াসমূহ

দোয়া হলো মুসলিম জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, যা আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম। কুরআন ও হাদিসে দোয়ার গুরুত্ব বিশেষভাবে বর্ণনা করা হয়েছে এবং আল্লাহর নিকট বিনীত ও নম্রচিত্তে প্রার্থনা করার নির্দেশ দেওয়া হয়েছে। দোয়া বলতে আমরা বুঝি এমন দোয়া যা হৃদয় থেকে উদ্ভূত, আত্মসমর্পণপূর্ণ, বিনয়পূর্ণ এবং শ্রদ্ধার সঙ্গে করা হয়। এই ধরনের দোয়া দোয়া কারীর মনোবল ও বিশ্বাসকে প্রগাঢ় করে এবং আল্লাহর রহমত লাভের সম্ভাবনাও বৃদ্ধি করে। এছাড়া বণিত দোয়া বিভিন্ন পীড়া, আপদ, রোগ-ব্যাধি থেকে রক্ষা দেয়। কুরআন ও নবী করিম (সা.)-এর হাদিসসমূহে বর্ণিত দোয়ার আদব ও গুরুত্ব সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা মুসলমানদের দোয়া জীবনের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করে। (পরীক্ষামূলক-চলমান)

৫২ টি
কুরআনের দোয়া
১০ টি
হাদিসের দোয়া
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
দোয়া: জুলুম ও বিশৃংখলা সৃষ্টিকারীদের থেকে আশ্রয় | সূরা: ২৯. আল-আনকাবূত | আয়াত নং:৩০
অর্থ: হে আমার প্রভু! আপনি আমাকে বিশৃংখলা সৃষ্টিকারী দলের বিরুদ্ধে সাহায্য করুন।

উচ্চারণ: রব্বিনছুরনী আলাল ক্বাওমিল মুফসিদীন
رَبِّ انْصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ
رَبِّ انْصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ
দোয়া: জাহান্নামের আযাব থেকে মুক্তি | সূরা: ৩. আল-ইমরান | আয়াত নং:১৯১
অর্থ: হে আমাদের পালনকর্তা! ইহা (পৃথিবী) আপনি অযথা সৃষ্টি করেন নাই। আপনি পবিত্র। অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।

উচ্চারণ: রব্বানা মা খলাকতা হাযা বাত্বিলা ছুবহানাকা ফাক্বিনা আযাবান নার
رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
দোয়া: জালিমের বিরূদ্ধে সাহায্য চাওয়া | সূরা: ৪. আন-নিসা | আয়াত নং:৭৫
অর্থ: হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী।

উচ্চারণ: রব্বানাখ রিজনা মিন হাজিহিল ক্বরেইয়াতিজ জ্বলিমিন আহলিহা, ওয়াজআলনা মিললাদুনকা ওয়ালিইয়্যাও ওয়াজল লানা মিললাদুনকা নাছীরা
رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا
رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا
দোয়া: জালিম সম্প্রদায়ের অন্তর্ভূক্ত না হওয়া | সূরা: ৭. আল-আ’রাফ | আয়াত নং:৪৭
অর্থ: হে আমাদের রব, আমাদেরকে যালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না

উচ্চারণ: রব্বানা লা তাযআলনা মাআল ক্বওমাজ জ্বলিমীন
رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
দোয়া: কিয়ামত দিবসে লাঞ্ছনা থেকে মুক্তি | সূরা: ৩. আল-ইমরান | আয়াত নং:১৯৪
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আপনার রাসূলদের নিকট যে ওয়াদা করেছেন, তা আমাদেরকে দিয়ে দিন। আর কেয়ামতের দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেন না। নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গকারী নন।

উচ্চারণ: রব্বানা ওয়া আতিনা মা ওয়াদতানা আলা রুসুলিকা ওয়ালা.. তুখযিনা ইয়ামাল ক্বিয়ামাহ, ইন্নকা লা তুখলিফুল মীআদ।
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
দোয়া: কাজ সহজ করা এবং মুখের জড়তা দূর করা | সূরা: ২০. ত্ব-হা | আয়াত নং:২৫
অর্থ: হে আমার প্রভু! আপনি আমার বক্ষকে প্রশস্ত করুন এবং আমার জন্য আমার কাজ সহজ করে দিন। আর আমার জিহবার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।

উচ্চারণ: রব্বিশ রহলী ছদরী ওয়া ইয়াস্সির লী আমরী। ওয়াহলুল উখদাতাম মিললিসানি ইয়াফ ক্বহুও ক্বওলি
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي. وَيَسِّرْ لِي أَمْرِي. وَ احۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ. یَفۡقَهُوۡا قَوۡلِیۡ
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي. وَيَسِّرْ لِي أَمْرِي. وَ احۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ. یَفۡقَهُوۡا قَوۡلِیۡ
দোয়া: ক্ষমা লাভ | সূরা: ২. আল-বাকারা | আয়াত নং:২৮৫
অর্থ: হে আমাদের রব! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।

উচ্চারণ: গুফরনাকা রব্বানা ওয়া ইলাইকাল মাছীর
غُفۡرَانَکَ رَبَّنَا وَ اِلَیۡکَ الۡمَصِیۡرُ
غُفۡرَانَکَ رَبَّنَا وَ اِلَیۡکَ الۡمَصِیۡرُ
দোয়া: ক্ষমা, দৃঢ়তা এবং কাফেরদের বিরূদ্ধে সাহায্য | সূরা: ৩. আল-ইমরান | আয়াত নং:১৪৭
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদের গুনাহ গুলো ক্ষমা করে দিন। আমাদের কাজে সীমালংঘন মূলক অপরাধগুলো ক্ষমা করে দিন। আমাদের কদম ধরে রাখুন। আর কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করুন।

উচ্চারণ: রব্বানাগ ফির লানা যুনূবানা ওয়া ইছরাফানা ফী আমরিনা ওয়া ছাব্বিত আক্বদামানা ওয়ানছুরনা আলাল ক্বওমিল কাফিরীন।
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
দোয়া: ক্ষমা প্রাপ্তি ও জাহান্নাম থেকে মুক্তি | সূরা: ৩. আল-ইমরান | আয়াত নং:১৬
অর্থ: হে আমাদের প্রভূ! নিশ্চয়ই আমরা ঈমান এনেছি। অতএব আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে রক্ষা করুন জাহান্নামের শাস্তি থেকে।

উচ্চারণ: রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনূবানা ওয়া ক্বিনা আযাবান নার।
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
দোয়া: ক্ষমা ও রহমত লাভ | সূরা: ২৩. আল-মুমিনুন | আয়াত নং:১০৯
অর্থ: হে আমাদের প্রভূ! আমরা ঈমান এনেছি। অতএব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের প্রতি দয়া করুন। আপনিই সর্বোত্তম দয়াশীল।

উচ্চারণ: রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুর রাহহিমীন।
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ
দোয়া: চক্ষু শীতলকারী স্ত্রী-সন্তান | সূরা: ২৫. আল-ফুরকান | আয়াত নং:৭৪
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদেরকে আমাদের স্ত্রীদের ও সন্তান-সন্ততিদের চোখের শীতলতা স্বরুপ দান করুন। আর আমাদেরকে মোত্তাকি লোকদের নেতা বানান।

উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ক্বুররাতা আইউনিও ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
দোয়া: জালিম সম্প্রদায়ের অন্তর্ভূক্ত না হওয়া | সূরা: ২৩. আল-মুমিনুন | আয়াত নং:৯৪
অর্থ: হে আমার রব, তাহলে আমাকে যালিম সম্প্রদায়ভুক্ত করবেন না।

উচ্চারণ: রব্বি ফালা তাজআলনী ফিল ক্বওমিজ জোয়ালিমীন।
رَبِّ فَلَا تَجۡعَلۡنِیۡ فِی الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
رَبِّ فَلَا تَجۡعَلۡنِیۡ فِی الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
দোয়া: জাহেলিয়াত থেকে আশ্রয় | সূরা: ২. আল-বাকারা | আয়াত নং:৬৭
অর্থ: আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি।

উচ্চারণ: আউযুবিল্লাহি আন আকূনা মিনাল জাহিলীন
اَعُوۡذُ بِاللّٰهِ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡجٰهِلِیۡنَ
اَعُوۡذُ بِاللّٰهِ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡجٰهِلِیۡنَ
দোয়া: জালিম কওমের সাথে সম্পর্কচ্ছেদ ও মুমিনদের রক্ষা | সূরা: ২৬. আশ-শুআরা | আয়াত নং:১১৭
অর্থ: হে আমার রব, আমার কওম আমাকে অস্বীকার করেছে, সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দিন আর আমাকে ও আমার সাথে যেসব মুমিন, আছে তাদেরকে রক্ষা করুন।

উচ্চারণ: রব্বী ইন্না ক্বওমী কাজ্জাবূন। ফাফতাহ বাইনী ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনী ওয়ামাম মায়িইয়া মিনাল মুমিনুন।
رَبِّ اِنَّ قَوۡمِیۡ کَذَّبُوۡنِ.ۖ فَافۡتَحۡ بَیۡنِیۡ وَ بَیۡنَهُمۡ فَتۡحًا وَّ نَجِّنِیۡ وَ مَنۡ مَّعِیَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ
رَبِّ اِنَّ قَوۡمِیۡ کَذَّبُوۡنِ.ۖ فَافۡتَحۡ بَیۡنِیۡ وَ بَیۡنَهُمۡ فَتۡحًا وَّ نَجِّنِیۡ وَ مَنۡ مَّعِیَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ
দোয়া: জুলুম ও বিশৃংখলা সৃষ্টিকারীদের হতে আশ্রয় প্রাপ্তি | সূরা: ২৯. আল-আনকাবূত | আয়াত নং:৩০
অর্থ: হে আমার প্রভু! আপনি আমাকে বিশৃংখলা সৃষ্টিকারী দলের বিরুদ্ধে সাহায্য করুন।

উচ্চারণ: রব্বিনছুরনী আলাল ক্বাওমিল মুফসিদীন
رَبِّ انْصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ
رَبِّ انْصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ
দোয়া: জাহান্নামের আযাব থেকে মুক্তি | সূরা: ৩. আল-ইমরান | আয়াত নং:৯১
অর্থ: হে আমাদের পালনকর্তা! ইহা (পৃথিবী) আপনি অযথা সৃষ্টি করেন নাই। আপনি পবিত্র। অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।

উচ্চারণ: রব্বানা মা খলাকতা হাযা বাত্বিলান ছুবহানাকা ফাক্বিনা আযাবান নার
رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
দোয়া: জালিমের বিরূদ্ধে সাহায্য | সূরা: ৪. আন-নিসা | আয়াত নং:৭৫
অর্থ: হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী।

উচ্চারণ: রব্বানাখ রিজনা মিন হাজিহিল ক্বরেইয়াতিজ জ্বলিমিন আহলিহা, ওয়াজআলনা মিললাদুনকা ওয়ালিইয়্যাও ওয়াজল লানা মিললাদুনকা নাছীরা
رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا
رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا
দোয়া: জাহান্নামের আযাব থেকে মুক্তি | সূরা: ২৫. আল-ফুরকান | আয়াত নং:৬৫
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদের থেকে ফিরিয়ে নিন জাহান্নামের শাস্তি। নিশ্চয়ই জাহান্নামের শাস্তি খুবই ভয়ানক। আর তা নিতান্তই নিকৃষ্ট বাসস্থান।

উচ্চারণ: রব্বানছ রিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা, ইন্না ছাআত মুছতাকাররাও ওয়া মুকামা
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا. إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا. إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
দোয়া: জালিম হতে মুক্তি | সূরা: ২৮. আল-কাসাস | আয়াত নং:২১
অর্থ: হে আমার রব, আপনি যালিম কওম থেকে আমাকে রক্ষা করুন।

উচ্চারণ: রব্বি নাজ্জিনী মিনাল ক্বওমিয যালিমীন
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
দোয়া: জান্নাতের নুর প্রাপ্তি | সূরা: ৬৬. আত-তাহরীম | আয়াত নং:৮
অর্থ: হে আমাদের পালনকর্তা! আপনি আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিন। আর আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি সব বিষয়ে ক্ষমতাবান।

উচ্চারণ: রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদীর
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ